Khub Jante Ichchha Kare-lyric -[খুব জানতে -ইচ্ছা করে ]-manna -dey
এটি মূলত মান্না দের একটি সুপারহিট বাংলা বেসিক গান। এই গানের গীতিকার হলেন মুক্তি রায় চৌধুরী এবং প্রভাস দে সেই সংগীত পরিচালক যিনি ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত মান্না দে "খুব জান্তে ইচ্ছু করি" এর পুজা অ্যালবামের জন্য এই চিরসবুজ হিট সংগীতটি রচনা করেছিলেন।
-------------------------------------------------------
Song: Khub Jante Ichchha Kare
Song: খুব জানতে ইচ্ছা করে Artist: Manna Dey
Music Director: Prabhas Dey
Lyricist: Mukti Roychowdhury
Album: Khub Jante Ichchha Kare
খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতোই আছো
তুমি কি সেই আগের মতোই আছো
নাকি অনেকখানি বদলে গেছো
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দু'টো কি জলে ভরে
জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পড়ে…