Amar Mone Jare Chay Se To Bojhena Lyrics - Samz Vai

আমার মনে যারে চায় সে তো আমায় বুঝে না লিরিক্স – সেমজ ভাই 


আমার মনে জারে চায় সে তো বোঝেনা লিরিক্স সামজ ভাইয়ের 2020 এর সর্বশেষতম বাংলা গান। নতুন গানের সংগীতটি অঙ্কুর মাহমুদ    এবং  গানের কথা লিখেছেন -সামজ ভাই। ভিডিওটি ইগল মিউজিক লেবেল প্রকাশ করেছে।
আমার মোনে জারে ছায় সে তো বোঝেনা গানটি গেয়েছে সামজ ভাই বাংলা গান 2020. অভিনীত: জাহের আলভী ও অন্টোরা। সংগীত রচনা করেছেন অঙ্কুর মাহমুদ ও অসি বোলে গেলো বান্ধু আইলো না লিরিকস ইন বাংলা রচনা সমজ ভাই।

গান: আমার মনে যারে  চায় সে তো আমায় বোঝেনা
গায়ক: সামজ ভাই
সংগীত: অঙ্কুর মাহমুদ
লিরিক্স: সামজ ভাই
লেবেল: ইগল সংগীত
..............................


আমার মনে যারে চায় সেতো আমায় বুঝে না লিরিক্স – সেমজ ভাই

আমার মনে যারে চায় সেতো
আমায় বুঝে না,
আমারে ছাড়িয়া কার প্রেমে হইলো
দিওয়ানা গো,
আমারে ছাড়িয়া কার প্রেমেতে হইলো দিওয়ানা।

ওরে মন, মন রে, বুঝিসনা কেন হায়
সেতো আর আসবেনা ফিরে,
সেতো সুখ খুঁজে বেড়ায়
নতুন কোনো মানুষেরই মাঝারে।

আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না।

বন্ধুর প্রেমে মাতোয়ারা
হইয়া এখন দিশেহারা,
সবই হইলো কুলবন হারা
যাবো গো কোথায়?
আমার মনের এক কিনারায়
কে গো দুঃখের বাঁশি বজায়?
সব আছে মোর তুমি ছাড়া
বাঁচা বড়ো দায়।

দুঃখের সাথি কেউ হইলো না
সুখের মায়ায় পড়ে,
আমি একাই দুঃখের ভাগি
রইলাম একা ঘরে।

ওরে মন, মন রে, বুঝিসনা কেন হায়
সে তো আর আসবে না ফিরে,
সে তো সুখ খুঁজে বেড়ায়
নতুন কোনো মানুষেরই মাঝারে।

আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না..