Haste Dekho Gaite Dekho lyrics [হাসতে দেখো গাইতে দেখো]-Ayub bachchu
প্রয়াত সঙ্গীত শিল্পি, মহা তারকা, বাংলা গানের কিংবদন্তী গায়ক, এল.আর.বি. এর ভোকাল, বাংলাদেশের সেরা গিটারিস্ট, জনপ্রিয় রকস্টার আইয়ুব বাচ্চুর একটি অনবদ্য গান হলঃ হাসতে দেখ গাইতে দেখ।
অনেক কথায় মুখর আমায় দেখ
দেখো না কেউ হাসির শেষে নীরবতা।।
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে।।
আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে
আমার চোখের কোনে নোনা ছবি আকে
আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব
গল্প শেষে আমি আঁধারের মতো নীরব
নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম
আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর
আমায় ছেড়ে জোনাকি চেনে নিরব শহর
ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচে
আমার মাঝে আমি-ই যেন শুধু লুকাই!!